তিতুমীর কলেজ

ছাত্রলীগের মারামারি আর শিক্ষার্থীদের অর্জনের বছর, চালু হয়েছে হলও

২৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
সরকারি তিতুমীর কলেজ

সরকারি তিতুমীর কলেজ © ফাইল ছবি

বিদায় নিচ্ছে ২০২৩। বিদায়ী বছরে সরকারি তিতুমীর কলেজের একাধিক হল ও ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের অর্জন ও শাখা ছাত্রলীগের মারামারিসহ বেশকিছু ঘটনায় আলোচিত ছিলো। শাখা ছাত্রলীগের বারে হামলা ও ভাঙচুরের ঘটনাও ছিলো বেশ আলোচিত। এ ঘটনায় জড়িত একাধিক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। কলেজটির এমন আলোচিত ঘটনাগুলোকে নিয়ে সাজানো হয়েছে এ সালতামামি।

একাধিক হল-ভবন উদ্বোধন
উদ্বোধনের পর তিতুমীর কলেজের সুফিয়া কামাল হলের কার্যক্রম শুরু হতে সময় লেগেছে ১ বছর ৮ মাস। ২০২২ সালের ১৮ এপ্রিল একই সাথে সরকারি তিতুমীর কলেজের নতুন ১০ তলা বিশিষ্ট দুটি ভবন, দশ তলা বিশিষ্ট দুটি হল এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়। ১ বছর ৮ মাস আগে উদ্বোধন হওয়া ছাত্রী হলে শিক্ষার্থী উঠানোর প্রক্রিয়া শুরু ১০ নভেম্বর থেকে।

May be an image of skyscraper

বারে ছাত্রলীগ নেতাদের হামলা
বারে মদ পানের পর টাকা না দিয়ে উল্টো ভাঙচুরের ঘটনাটা ছিলো সবচেয়ে বেশি আলোচিত। ক্যাম্পাসের পার্শ্ববর্তী একটি বার থেকে কয়েক লাখ টাকা, শতাধিক মদের বোতল ও সেখানের প্রয়োজনীয় জিনিসপত্র লুটের অভিযোগে উঠে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।

May be an image of 7 people, television and text

২৩ সেপ্টেম্বর মধ্যরাতে মহাখালীর জাকারিয়া বারে এই ঘটনা ঘটে। এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে রাজধানীর বনানী মডেল থানায়। এ ঘটনায় জড়িত সবাই সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন এবং সাধারণ সম্পাদক জুয়েলের অনুসারী।

ছাত্র অধিকারের নেতাকে মারধর
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ নেতাদের মারধরের শিকার হয়েছেন শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমন। মারধরে তিনি বধির হয়ে যান। গত ২৯ মে ছাত্র নেতা নূর মোহাম্মদ সুমনকে মারধরের করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মারধরের ভিডিও মুঠোফোনে ধারণ করায় কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিনকে আটকে রেখে ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ভিডিও ডিলিট করে তাকে ছেড়ে দেওয়া হয়।

তোলপাড় খাবারে দাম বৃদ্ধি, তীব্র প্রতিক্রিয়া
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বেড়ে যায় সরকারি তিতুমীর কলেজের ‘তোলপাড় ক্যান্টিন’র খাবারের দামও। মুরগি-খিচুড়ি, ডিম-খিচুড়ি, দই-চিড়া থেকে শুরু করে প্রায় প্রতিটি খাবারের দাম বেড় যায় কয়েক গুণ। এতে করে চাপে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

May be an image of 3 people and text

তিতুমীর কলেজ কেন্দ্রে দেরি করে আসা ভর্তিচ্ছুর প্রতি দৃষ্টিভঙ্গি
২৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় ইউনিটের পরীক্ষা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলে বেলা ১২টা পর্যন্ত। এতে সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩৫ মিনিট দেরি করে এসে এক ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। কলেজের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় তার পরীক্ষা কক্ষ ছিলো।

May be an image of 4 people

এ ঘটনার কয়েকদিন আগে ১৭ জুন সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইডেন কলেজ কেন্দ্রে এদিনের পরীক্ষায় বেশকিছু ভর্তিচ্ছু নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ পরে কেন্দ্রে আসেন। কিন্তু দেরি করে আসায় সেদিন তাদের কেন্দ্রে আর প্রবেশ করতে দেওয়া হয়নি। নেটিজেনরা দুটি ঘটনাকে সেসময় মিলিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা করেছেন।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তিতুমীর কলেজ
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিএফডিসির এটিএন বাংলার স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট সামাজিক সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘সর্বজনীন পেনশন স্কিম দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষায় সহায়ক হবে’ শীর্ষক ছায়া সংসদে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে সরকারি তিতুমীর কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়।

May be an image of 7 people, television, newsroom and text that says "ইউসিবি পাবলিক পার্লামেন্ট সরকারি দল চোর সমমাইক UCB ইউসিবি পাবলিক পার্লামেন্ট"

সার্জেন্ট নিয়োগের চূড়ান্ত তালিকায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সাফল্য
২৬তম ব্যাচ সার্জেন্ট অব পুলিশের চূড়ান্ত তালিকায় সরকারি তিতুমীর কলেজের চারজন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের রাসেল রহমান শুভ, একাউন্টিং বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের  মোসা. ফারহানা খান লিপা, সমাজকর্ম বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের সামিউল ইসলাম  এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চঞ্চল কুমার।

৪৩তম বিসিএসে তিতুমীর কলেজ শিক্ষার্থীর সাফল্য
গত ২৬ ডিসেম্বর ঘোষিত ৪৩তম বিসিএসে ফলাফলে এ তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী বিথী প্রধান। তিনি কলেজের ১৩-১৪ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকরত ছিলেন।

May be an image of 1 person, smiling, temple and text

শিক্ষা সফরে মারধরের শিকার তিতুমীরের ২০ শিক্ষার্থী
নারায়ণগঞ্জে শিক্ষা সফরে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। হামলায় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ১১ মার্চ বিকাল ৫টার দিকে সোনারগাঁও জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

পরে শিক্ষা সফরে যাওয়া ৯০ শিক্ষার্থীকে শোকজ করার সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন। আহতদের শারীরিক অবস্থার উন্নতি হলে তাদের কাছে ব্যাখ্যা চায় কর্তৃপক্ষ। এছাড়া তাদের অভিভাবকদেরও কলেজে ডাকার সিদ্ধান্ত নিয়েছিলো কর্তৃপক্ষ। অনুমতি না নিয়ে এমন সফরের বিষয়ে শিক্ষার্থীরকে ভর্ৎসনা করেছে কলেজ প্রশাসন।

May be an image of 2 people, beard and people smiling

মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটি এক বছর মেয়াদের জন্য গঠিত হলেও বর্তমানে অতিক্রম করেছে সাড়ে ৫ বছর। দীর্ঘদিন কমিটি না হওয়ায় হতাশা, ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী ও কর্মীদের মাঝে। অন্যদিকে, কমিটি ঘোষণার প্রায় চার বছর পর গত বছরের গত ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9