শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত ভোগান্তি কমাতে চায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও ভোগান্তি নিরসনে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (২৫ ডিসেম্বর) ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও ভোগান্তি কমাতে আমরা পুরো প্রক্রিয়াটিকে ডিজিটালাইজেশন করতে চাই। যেটি হবে ওয়ান স্টপ সার্ভিসের মতো, যেখানে এক জায়গায় সকল সুবিধা পাবে শিক্ষার্থীরা।

তিনি বলেন, সেশনজট কমাতে আমরা একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন করেছি। সে অনুযায়ী এখন নিয়মিত ক্লাস-পরীক্ষা যেমন হচ্ছে, তেমনি নির্ধারিত সময়ে প্রকাশিত হচ্ছে ফলাফলও। এছাড়াও পরীক্ষার খাতার কাগজের মান ও আউটলুকেও পরিবর্তন আনা হয়েছে। সেইসাথে যুক্ত করা হয়েছে পরীক্ষার বিভিন্ন নির্দেশনা। শিক্ষার্থীরা এখন অনলাইনেই পরীক্ষার ফি, হলের যাবতীয় খরচ দিতে পারছে। 

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি আধুনিক ওয়েবসাইটের কাজ চলছে। প্রত্যয়নপত্র, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট যাতে সহজে উত্তোলন করা যায় সেটিরও ব্যবস্থা করা হচ্ছে।  আমাদের দক্ষ জনবলের কিছুটা অভাব রয়েছে। তবুও আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।

গত ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট সভায় নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব দেওয়া হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসকে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে আরো স্মার্ট এবং যুগোপযোগী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence