তিন মাইলফলকে কুবির ক্রীড়াক্ষেত্র, দেখা যাবে সারাবিশ্বে

২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

এখন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হওয়া আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফলাফল ‘CricHeroes’ এর মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্ত থেকে দেখতে পাবেন ক্রীড়ামোদীরা। এ উদ্যোগ ছাড়াও আরও দু’টি উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে একটি হচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাঠে আন্তর্জাতিক মানের স্কোর বোর্ড নির্মাণ। অপরটি হচ্ছে, বিশ্বদ্যিালয়ের খেলোয়ারদের সক্ষমতা বৃদ্ধিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স’র সহযোগিতার আশ্বাস। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ  এম আবদুল মঈন এসব তথ্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ক্রীড়া ক্ষেত্রে বৃত্তি চালু করা, স্পোর্টস কমপ্লেক্সে নির্মাণসহ সারা বছর এখন খেলাধুলার আয়োজন হচ্ছে। কারণ তিনি হলিস্টিক এডুকেশন বিশ্বাস করেন, যেখানে পড়াশোনার পাশাপাশি দৈহিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।

তাছাড়া, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ও উন্নয়ন ভাবমূর্তি বৃদ্ধি করতে সহায়তা করবে জানিয়ে তিনি বলেন, আমরা কুমিল্লা  বিশ্ববিদ্যালয়কে এমন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। যেখানে পড়াশোনা, খেলাধুলা, গবেষণাসহ সবকিছু হবে।

উল্লেখ্য, ১৯টি বিভাগের অংশগ্রহণে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া প্রতিটি ম্যাচ ১০ ওভারে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ওভারে।  আগামী ৩১ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬