নজরুল বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল ও এপিএ কর্মশালা

২১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবু তাহের। 

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বিশ্ববিদ্যালয় উম্মুক্ত জ্ঞানচর্চার জায়গা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে দেশের বেশিরভাগ উচ্চশিক্ষা গ্রহণকরী শিক্ষার্থী অধ্যয়ন করছে। ফলে তাদের শিক্ষার মানোন্নয়ন ছাড়া দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব না। ন্যায়-নীতির মধ্য দিয়ে দেশপ্রেমের সাথে ছাড় দেওয়ার মানসিকতার মাধ্যমে মেধাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানকালে এপিএ র‍্যাংকিং এ নজরুল বিশ্ববিদ্যালয় তলানিতে ছিল। ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯তম, এরপর ২৯তম এবং সর্বশেষ ১৪তম অবস্থানে নজরুল বিশ্ববিদ্যালয়। যেসকল বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের থেকে পিছিয়ে ছিলো তারা চেষ্টা করবে এগিয়ে যাওয়ার। ফলে আমাদের অবস্থানকে আরও এগিয়ে নিতে আগের চেয়ে আরও বেশি কাজ করতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাশুরেন্স বিভাগের উপ-সচিব ও এপিএ'র ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক এবং প্রশাসন বিভাগের উপ-সচিব ও শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামান কর্মশালায় সম্পদব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক (অডিট) রাধে শ্যাম।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬