নেপাল দূতাবাসের রচনা প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাফল্য

২১ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
মাহমুদুর রহমান (সম্পদ)

মাহমুদুর রহমান (সম্পদ) © সংগৃহীত

বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাস এবং বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত রচনা লিখন প্রতিযোগিতায় সেরা ২০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুর রহমান (সম্পদ)। তিনি লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০৬ জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা ২০ জনের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। তালিকায় স্থান পাওয়া ২০ জনের রচনাসমগ্র নিয়ে প্রকাশিত হবে একটি বই। আগামী বছরের ২৭ জানুয়ারি নেপাল দূতাবাসে বইটির মোড়ক উন্মোচন এবং বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হবে। 

চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৮৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে।তালিকায় প্রথম স্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির আনিকা হাসান, ২য় স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল রাব্বি সিমেন্স এবং ৩য় স্থানে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিম গোর্কি সাম্য। 

সম্পদ ছাড়াও সেরা ২০ জনের তালিকায় রয়েছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ডুয়েটের একাধিক শিক্ষার্থী। 

প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে সম্পদ বলেন, নেপাল দূতাবাস এবং বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। ফেসবুকে বিজ্ঞপ্তি দেখার পর সুযোগটা মিস করতে চাই নি। এরপর টপিক অনুযায়ী সর্বোচ্চটুকু দিয়ে লেখার চেষ্টা করেছি। সেরাদের তালিকায় নিজের নাম এবং বিশ্ববিদ্যালয়ের নাম দেখে খুবই ভালো লাগছে। শিক্ষার্থীদের এ ধরনের সুযোগ আরো দরকার, যেখানে লেখার অভ্যাস এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকশিত হওয়ার সুযোগ থাকে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬