নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের

১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ সরকারের সাফল্য গাঁথা তুলে ধরে নৌকা প্রতীকের পক্ষে জনসংযোগ ও প্রচারণা চালানোর বিষয়ে সাধারণ সভা করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন  প্রগতিশীল শিক্ষক ফোরাম।

আজ সোমবার বিকাল ৩ টায় অডিটোরিয়াম ২ এ  সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রগতিশীল শিক্ষক ফোরামে'র সাধারণ সভাটিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড.বলরাম রায়। আরো উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম হারুন উর রশীদ, প্রগতিশীল শিক্ষক ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ নাজিম উদ্দীন, অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতা অধ্যাপক ড. মোঃসাইফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতা অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্য শিক্ষকগণ। 

উপস্থিত শিক্ষকরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাফল্য গাঁথা তুলে ধরে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করতে চান। তারা তাদের স্ব-স্ব নির্বাচনি এলাকার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণামূলক কাজে অংশগ্রহণ করতে চান। সকলে অঙ্গীকারবদ্ধ হয়ে বলেন তারা সরকারের ভালো কাজগুলো তুলে ধরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চান। বাংলাদেশের বর্তমান উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করতে, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করতে আওয়ামীলীগের নৌকা প্রতীকের পক্ষে ভোট দেওয়া ছাড়া উপায় নেই এমনটাই ভাবেন উপস্থিত শিক্ষকরা।

উপস্থিত শিক্ষকরা জনগণকে সচেতন করে একটি প্রতিযোগিতা মূলক নির্বাচনের কাজকে ত্বরান্বিত করতে চান।তারা মনে করেন আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় না আসলে দেশ আবারও অস্থিতিশীল হয়ে যাবে আর মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন প্রগতিশীল শিক্ষক ফোরাম কখনো দেশকে এমন অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে না। তাই তারা তাদের স্ব-স্ব অবস্থান থেকে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে দেশের ৩০০ টি আসনে প্রচারণামূলক কাজের সাথে যুক্ত থাকবেন।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাদিকে নিয়ে কলেজের পরীক্ষায় প্রশ্ন 
  • ২৯ জানুয়ারি ২০২৬
র‌্যাবের বিশেষ অভিযানে ৯২ সীসার পিলেট ও ৩ এয়ারগান উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা দি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর
  • ২৯ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্…
  • ২৯ জানুয়ারি ২০২৬