থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুইটি, সম্পাদক হান্নান

২৪ নভেম্বর ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সভাপতি গুলশান পারভীন সুইটি এবং সাধারণ সম্পাদক হান্নান রহিম

সভাপতি গুলশান পারভীন সুইটি এবং সাধারণ সম্পাদক হান্নান রহিম © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য বিষয়ক সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গুলশান পারভীন সুইটি এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রহিম। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সংগঠনটির ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এ অনুমোদন দেন। 

১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি বৃন্তি পালিত, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ চৌধুরী, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, অর্থ ও দপ্তর সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ জামান, প্রচার সম্পাদক রাকিন খান, শব্দ ও সংগীত আয়োজন সম্পাদক তন্ময় সরকার, মঞ্চ ব্যবস্থাপনা ও আলোক নিয়ন্ত্রণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, প্রন্স ও কস্টিউমস সম্পাদক আমেনা আক্তার ইকরা। 

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন ইশতিয়াক আহমেদ, তারিন সুমাইয়া, আতিকুর রহমান তনয়, মরিয়াম আক্তার, সুদীপ চাকমা, রাশেদুল ইসলাম শুভ, নুসরাত জাহান। 

উল্লেখ্য, ‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মঞ্চনাটকসহ অসংখ্য নাটিকা ও পথনাটক উপহার দিয়েছে এই সংগঠন। যার মধ্যে অন্যতম হলো বউ, দালাল, কবর, স্ট্যাচু অব ডেমোক্রেসি, চৌরাস্তা, বেহুলা ভাসান, ইনডেমনিটি ও ১৯৭১। সম্প্রতি কুমিল্লার দুই উপজেলায় জনসচেতনতামূলক পথ নাটক প্রদর্শন করেছে সংগঠনটি।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬