ইংরেজি সাহিত্য কনফারেন্সে সম্মাননা পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ PM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ‘ডিসকভার ইংলিশ ২০২৩ : স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ শীর্ষক কনফারেন্সে বিশেষ সম্মাননা পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী।
শনিবার (১৮ নভেম্বর) এআইইউবি এবং টিসল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।
কনফারেন্সে দেশের ৩০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের বিএ, এমএ এবং এমফিল’র শিক্ষার্থীদের মোট ১২৮টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়। আন্ডারগ্র্যাজুয়েট ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা অর্জন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২ শিক্ষার্থী জারিন তাসনিম ও মালিহা খন্দকার।
জারীন তাসনিম বলেন, এবারই প্রথম আমি রিসার্চ পেপার জমা দিয়েছি। ভাষা ও সাহিত্যের মানুষদের জন্য এ ধরনের কনফারেন্সে অংশ নেওয়া নতুন ধারণার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করবে। যা নতুন লেখা, প্রকাশ এবং আলোচনা সম্বলিত হতে পারে। এটি পুনরায় বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিকেন্দ্রিত হওয়ায় একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞান এবং অবসর হতে পারে।
মালিহা খন্দকার জানান, এই আয়োজনে গতবছরও আমি অংশগ্রহণ করেছিলাম। ইংরেজি সাহিত্যের গুণী মানুষদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া তরুণ শিক্ষার্থীদের জন্য আসলেই খুব জরুরী। সম্মাননা প্রদানের সময় যখন আমার নামের সাথে বিশ্ববিদ্যালয়ের নাম বললো সে সময়ের অনুভূতিটা দারুণ। যেকোনো প্লাটফর্মে নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই আমার জন্য আকাঙ্খিত।