হরতালের প্রভাব পড়েছে নজরুল বিশ্ববিদ্যালয়েও

ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের বিক্ষোভ
ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের বিক্ষোভ  © টিডিসি ফটো

সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল পালিত হয়েছে আজ রবিবার। সারাদেশের মত হরতালের প্রভাব পড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাসও কম সংখ্যক চলাচল করেছে। এমনকি যে কয়টি বিভাগে ক্লাস হয়েছে, সেগুলোতেও শিক্ষার্থী উপস্থিতি ছিল কম।

পরিবহন প্রশাসক মো. আরিফুর রহমান জানান, ময়মনসিংহ ও ভালুকা হতে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকালের ট্রিপের বাস ও মাইক্রোবাস চলাচল বন্ধ ছিলো।

আরও পড়ুন: হরতালের প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রলীগের মিছিল

এদিকে, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ