নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের লোগো ও ওয়েবসাইট উদ্বোধন

১৮ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের লোগো ও ওয়েবসাইট উদ্বোধনে অতিথিবৃন্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের লোগো ও ওয়েবসাইট উদ্বোধনে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলনের লোগোর উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সম্মেলনের লোগো ও ওয়েবসাইট উদ্বোধন করেন চিফ প্যাট্রন এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক  ড. সৌমিত্র শেখর। 

লোগো উন্মোচন করে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটা পরিবেশ চাই যেখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে। সে লক্ষ্য নিয়ে আমরা শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনকে মটো ধরে সামনে এগিয়ে যাচ্ছি। 
এসময় তিনি দেশী ও বিদেশি সকল গবেষক, জ্ঞানী গুণীদের সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।

50e328ba-65b6-41cd-b8c9-72d58d00dbf0

সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব তানিয়া আফরিন তন্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ড. জিল্লুর রহমান পল। 

এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬