গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৩, ১১:৩৯ AM
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে বিশেষ পর্যায়ের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে আজ রোববার (৮ অক্টোবর)। এর আগে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে শুক্রবার (৬ অক্টোবর)। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, জিএসটিT ভর্তি প্রক্রিয়ার ৫ম (বিশেষ) পর্যায়ের চূড়ান্ত ভর্তি ৮ হতে ৯ অক্টোবর প্রাতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ভর্তি ফি প্রদানপূর্বক চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন: সরকারি মেডিকেল কলেজের আসন বাড়ছে
প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন কিছু বিষয় সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। পছন্দক্রমে অন্তর্ভূক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।
এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না। প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।
কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।