কুবির স্পোর্টস কমপ্লেক্সের যাত্রা শুরু

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
কুবি নব-নির্মিত স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কুবি নব-নির্মিত স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) খেলোয়াড়দের জন্য নব-নির্মিত স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় লাল ফিতা কেটে স্পোর্টস কমপ্লেক্সটির উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম. শহিদুল হাসান, শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলমসহ  অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

আরো পড়ুন: প্রথমবারের মতো টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে স্থান পেল রাবি

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম স্পোর্টস কমপ্লেক্স তৈরি হওয়ার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় এখন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করার সক্ষমতা অর্জন করল। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা্য় অংশগ্রহণের জন্য আমাদের শিক্ষার্থীদের সক্ষমতা এবং আত্মবিশ্বাস তৈরি হবে এবং ক্রীড়া কার্যক্রমে তাদের নেতৃত্ব প্রদর্শনে সহায়ক হবে।

এ বছরেই খেলার মাঠে গ্যালারী তৈরির পাশাপাশি ভলিবল মাঠ, হ্যান্ডবল মাঠ ও ব্যান্ডমিন্টন মাঠ করা হবে বলে জানান তিনি। এ সব সুবিধা বিশ্ববিদ্যালয়ে ১৭ বছর না থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায় পিছিয়ে ছিল, যা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬