নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল ছিনতাই, গ্রেফতার ৩

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ত্রিশালের চিকনা মনোহর এলাকার মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন চিকনা এলাকায় বন্ধুর মেসে যাওয়ার পথে ৪ জন ছিনতাইকারী আটকায়। এসময় ছিনতাইকারীরা মোবাইল, ইয়ারফোন, মানিব্যাগ ও টাকা ছিনিয়ে নেয় এবং মারধর করে।

পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার এবং প্রভাষক ফিরোজ সরকার ঘটনাস্থলে উপস্থিত হন এবং ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সহকারী প্রক্টর মাজহারুল হোসেন তোকদার জানান, ছিনতাইয়ের ঘটনা শোনার পর তৎক্ষনাৎ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিশ। 

ত্রিশাল থানার এসআই আনিস জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ইসমাইল, রাতুল ও সিয়াম নামের ৩ জনকে চিকনা মনোহর, নওধার, ৪ নং দরিরামপুর এলাকা থেকে আটক করা হয়েছে। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬