শুরুই হয়নি জবির দ্বিতীয় ক্যাফেটেরিয়া তৈরির কাজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাফেটেরিয়ার নকশা তৈরি হয়েছে প্রায় সাত মাস আগে। তবে এখনো নির্মাণ কাজ শুরু হয়নি। ফলে ১৮ হাজার শিক্ষার্থী পুষ্টিকর খাবার থেকে।

জানা গেছে, প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন রয়েছে মাত্র একটি। এর ফলে ক্যান্টিনের খাবার  আগেই ফুরিয়ে যায়। খাবার না পেয়ে অনেকেই বাধ্য হয়ে বাইরের হোটেলগুলোতে খাবার খান।

শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক সংলগ্ন একটি উন্নত মানের ক্যাফেটেরিয়া গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।  এজন্য একটি নকশাও তৈরি করা হয়েছিল। তবে ক্যাফেটেরিয়া তৈরির উদ্যোগ নকশাতেই আটকে গেছে।

জাহিদুল হাসান নামে এক শিক্ষার্থী জানান, আমাদের একটি ক্যাফেটেরিয়ার জায়গাও ছোট। অনেক সময় ক্লাস শেষ করে এসে দেখা যায় খাবার শেষ। যদি আরেকটি ক্যাফেটিরিয়া দ্রুত গড়ে তোলা হয় তাহলে শিক্ষার্থীদের জন্য উপকার হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, নতুন ক্যাফেটেরিয়ার জন্য অত্যাধুনিক একটা নকশা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এ নিয়ে একটা মিটিং করেছি, আরেকটা মিটিং করে কত বাজেট লাগবে তা চূড়ান্ত করে অর্থ দপ্তরে জমা দেওয়া হবে। দপ্তর থেকে ফাইল পাশ হলেই কাজ শুরু হবে।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আধুনিক ক্যাফেটেরিয়ার নকশা প্রস্তুত। এখন আরো কিছু ফরমালিটি সম্পন্ন হলেই কাজ শুরু হবে।


সর্বশেষ সংবাদ