কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিংয়ের আসর বসছে ১৫ সেপ্টেম্বর
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ AM
প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুবি-ব্রাকনেট আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ কনটেস্টের আয়োজন করছে।বিভাগটির চেয়ারম্যান ড. মাহমুদুল হাছান জানিয়েছেন, দুইদিন ব্যাপী এ প্রোগ্রামিং কনটেস্ট শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এতে অংশ নেবে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৫টি দল।
জানা যায়, প্রোগামিং কনটেস্টে প্রাথমিকভাবে ১৫০টি দল রেজিস্ট্রেশন করেছেন। তবে বিগত বছরগুলোর র্যাংকিংয়ে বিবেচনা করে সেখান থেকে ৬৫টি দলকে সুযোগ দেওয়া হবে। এতে অর্থায়ন করছে আইট প্রতিষ্ঠান ব্রাক নেট, সিমেক, এআরকে সলিউশন। এছাড়াও এই কনটেস্টে ৬০ হাজার টাকা পর্যন্ত পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাছান বলেন, সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতায় অংশ নিতে এবং নিজেদের শিক্ষার্থীদের বৈশ্বিক মানে উন্নীত করতে এই আয়োজন। ইতোমধ্যে সিএসই বিভাগ নিজেদের যোগ্যতার দেশের মধ্যে একটি সমীহের জায়গায় অবতীর্ণ হয়েছে, এই উদ্যোগ এটিকে আরও বেগবান করবে। আমাদের বিশ্বাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে পরিচয় করাবে এই বিভাগ।