আন্দোলনে অসুস্থ সাত কলেজের ৮ শিক্ষার্থী

আন্দোলনে অসুস্থ সাত কলেজের ৮ শিক্ষার্থী
আন্দোলনে অসুস্থ সাত কলেজের ৮ শিক্ষার্থী  © আমান উল্যাহ আলভী

রাজধানীর নীলক্ষেত মোড়ে এক দফা দাবিতে চলমান অবরোধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদেরকে পাঠানো হয়েছে। রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গরম ও রোদে শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছেন। এরমধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

cd8a82f6-dd74-40b5-86d0-bdbfe627b148

আন্দোলনে অংশ নিতে আসে শিক্ষার্থীরা জানান এক দফা এক দাবিতে আন্দোলনের জন্য নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন তারা। দাবিটি হলো-

* সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়র (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলনে নেমেছেন। রোববার দুপুরের দিকে অবরোধের পর কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা। 

শিক্ষার্থী

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম মোস্তফা বলেন, ব্যবস্থার জন্য সাত কলেজের শিক্ষকরা দায়ী। চূড়ান্ত পরীক্ষা দিয়ে নয় মাস পেরিয়ে গেলেও আমরা ফল পাই না। আবার যখন রেজাল্ট দেয় তখন দেখতে পাই আমাদের অধিকাংশ ই ফেল করেছে অথবা নট প্রমোটেড হয়েছে। এমন অবস্থা আর চলতে পারে না। আমাদের শর্ত শিথিল করে প্রমোশনের ব্যবস্থা করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence