উপাচার্য ক্ষমতার অপব্যবহার করেছে: বিএফইউজে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের লোগো
কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের বক্তব্য নিয়ে পত্রিকায় প্রতিবেদন করায় ইকবাল মনোয়ারকে করা বহিষ্কারাদেশ ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন তারা। রবিবার (৭ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক সেবীকা রানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে সাংবাদিক নেতারা বলেন, আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রকাশিত সংবাদের প্রতিবাদ করারও সুযোগ ছিল। কিন্তু প্রচলিত কোন নিয়ম কানুন না মেনে স্বেচ্ছাচারীর ভূমিকা প্রদর্শন করেছেন।

আরো পড়ুন: ২৮ হাজার শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের অনুমতি চাইল এনটিআরসিএ

তারা আরও বলেন, নবীণ বরণ অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে বক্তব্য দিয়েছেন, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের শিক্ষক যে বক্তব্য দিয়েছেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন বিএফইউজে নেতারা।

অবিলম্বে শিক্ষার্থী সাংবাদিক মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence