খুবির লেকে ছাড়া হলো সৌন্দর্যবর্ধক মাছ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৮:০৯ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৩, ০৮:০৯ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নবনির্মিত দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়া সংলগ্ন খননকৃত নতুন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (১৬ জুলাই) প্রধান অতিথি হিসেবে জাপানি কৈ-কার্প মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, কৈ-কার্প মাছের শরীরজুড়ে রয়েছে অপূর্ব রঙের কারুকার্য। এ মাছগুলো ছোট এ্যাকুরিয়ামে হোক অথবা ছোট পুকুরে লালন-পালন করা হয়। এ মাছ দেখতে অনেক সুন্দর। এটি আমাদের দৃষ্টির সামনে এলেই আমাদের মন আনন্দে ভরে উঠে ও মনে প্রশান্তি আনে। ক্যাফেটেরিয়ার পাশের খননকৃত নতুন লেকে এই মাছগুলো সৌন্দর্যবর্ধন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।