সাত দাবি নিয়ে ইডেন কলেজের গেটে সাতকলেজ শিক্ষার্থীরা

সাত দাবি নিয়ে ইডেন কলেজের গেটে সাতকলেজ শিক্ষার্থীরা
সাত দাবি নিয়ে ইডেন কলেজের গেটে সাতকলেজ শিক্ষার্থীরা  © সংগৃহীত

সাত দফা দাবি নিয়ে ফের নীলক্ষেত মোড় অবরোধের জন্য নিউমার্কেট এলাকায় জড়ো হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরে সাত কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে আসে। 

বুধবার (২১ জুন) দুপুর ১২ টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হয়। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করেছে। আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করছে। 

এর আগে গতকালও নীলক্ষেত মোড় অবরোধ করেছিলো সাত কলেজের শিক্ষার্থীরা৷ পরে বিকেলে সাত কলেজ প্রশাসনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে সন্তোষজনক ফল না আসায় আবারো আন্দোলনে নেমেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।  

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ওবায়দুল করিম বলেন, আমরা সাত কলেজের শিক্ষকরা এখানে আসছি। শিক্ষার্থীদের বুঝিয়ে নীলক্ষেত এলাকা থেকে নিয়ে এসেছি।

1b4033fe-b256-4547-a850-fa9ea7f09e6b

এখন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সমন্বয়কের সাথে দেখা করবে৷ আমরা সাত কলেজের শিক্ষকরাও সেখানে থাকবো। আশা করছি একটি সুষ্ঠু সমাধান আসবে।

এর আগে, বুধবার (২১ জুন) সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ও ৭ দফা দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সাতদফা দাবি গুলো হলো

১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিং এ সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে। 

২.যে সকল শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত  অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন নন- প্রমোটেড তাদের সর্বোচ্চ ৩ বিষয় পর্যন্ত  মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল  পরীক্ষার  সুযোগ দিতে হবে।

৩. সকল বিষয়ে পাশ করার পরও একটা স্টুডেন্ট সিজিপিএ সিস্টেম এর জন্য নন প্রোমোটেড হচ্ছেন।   সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

9104ba8a-c7af-46b0-bdb4-8c4fef2cb311

৪.বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে।  সর্বোচ্চ তিন মাস ( ৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে। 

৫. সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে  অভিভাবক কে / কারা?  কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে ? তা ঠিক করে দিতে হবে। 

৬. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 

৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!