ক্যান্সারে আক্রান্ত ববি শিক্ষার্থী হিরা বাঁচতে চায় 

০৫ জুন ২০২৩, ১০:০১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
মো. হিরা

মো. হিরা © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মো. হিরা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

জানা জায়, গত ২৫ মে তার ব্লাড ক্যান্সার সনাক্ত হয়। দিনে দিনে তার অবস্থা খারাপ হচ্ছে। ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। মাথা, গলা, বুক সবখানেই ব্যথা করে। এমনকি ঠিকভাবে এখন কথাও বলতে পারছে না। এমতাবস্থায় সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

হিরা বলেন, ইসিজি, সিটি স্ক্যান, অনেক গুলো ব্লাড টেস্ট,  এফএসএসি এবং বায়োপসিসহ আরো ২ টা পরীক্ষা করে ধরা পরে ব্লাড ক্যান্সার। এখন পর্যন্ত অনেক ডাক্তারকে দেখিয়েছি। আমার রোগ খুজে বের করতেই অনেক গুলো টাকা চলে গেছে। এখনো বেশ কিছু টেস্ট করা বাকি আছে। তারপর শুরু হবে চিকিৎসা। অর্থের অভাবে এখনও শুরু করতে পারিনি। 

জানা গেছে, হিরার বাবা নেই। সংসারে তার মা এবং আর ছোট রয়েছে। পরিবারে উপর্জনের কেউ নেই। এ অবস্থায় তার পরিবারে পক্ষে চিকিৎসার এতো খরচ বহন করা সম্ভব হবে না। 

হিরা বর্তমানে ঢাকা মেডিকেল লেজের হেমাটোলজি বিভাগে ভর্তি আছেন। অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। এ অবস্থায় তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।

আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ

01648464284 (বিকাশ)
01930606461 ( রকেট)
01762649764 ( নগদ)

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্কে আইসিসি
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই আলেম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ে সিলে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৭ …
  • ৩১ জানুয়ারি ২০২৬
হরিণাকু্ন্ডু উপজেলা সমিতির নতুন সভাপতি ড. এম এ মজিদ, সম্পাদ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬