রমজানে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ‘মেহমানখানা’
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৯:৪২ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৩, ০৯:৪২ PM
রমজান মাস উপলক্ষে রোজাদারদের ইফতারি করানোর উদ্দেশ্যে ‘মেহমানখানা’ চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট সংলগ্ন স্থানে এ মেহমানখানাটি স্থাপন করা হয়েছে।
ইফতারের সময়ের ৩০-৪০ মিনিট আগে থেকেই মেহমানখানায় আসতে শুরু করেন রোজাদার মুসল্লিরা। এখানের মেহমান মূলত নিরাপত্তাকর্মী, শ্রমিক, রিকশা ও ভ্যানচালক এবং বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীরা। গত ২৯ মার্চ থেকে শুরু হওয়া মেহমানখানায় এখন পর্যন্ত আতিথেয়তা গ্রহণ করেছেন ৭ শতাধিক মেহমান।
বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ করা অনেক শ্রমিকও সংগ্রহ করেন এখানকার ইফতার। এছাড়া রাস্তায় চলাচলের সময় ইফতারের সময় আটকে থাকা পথচারীরাও এখান থেকে ইফতার সংগ্রহ করেন নিঃসংকোচে।
আরও পড়ুন: ভুয়া এতিমখানায় পুলিশের অভিযান, আটক ৪
বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী আবদুল লতিফ (৫৫) বলেন, আমি প্রত্যেকদিন (প্রতিদিন) ইফতার নেই। এইডা নিজের ভাইবা নেই। আমার মতো অনেকেই লইয়া (নিয়া) যায় ইফতার। দোয়া করি, তারা যাতে অনেক বড় হয়।
মেহমানখানার উদোক্তা রাশেদুল ইসলাম রিয়েল বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাশেদুল ইসলাম বলেন, প্রতি বছর বড় ভাই, বন্ধু ও ছোট ভাইদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়। কিন্তু এবার সেখান থেকে সরে এসে প্রধানমন্ত্রীর আহবানে দরিদ্র মানুষদের কাছে ইফতার পৌঁছে দিতে কাজ করছি।