ফুলপরী নির্যাতন: অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশকে অকার্যকর ঘোষণা

আদালত
আদালত  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার ও তাদের কারণ দর্শানোর নোটিশকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে অকার্যকর ঘোষণা করেছে উচ্চ আদালত। অভিযুক্তদের বহিষ্কারাদেশ স্থগিতের আবেদন শুনানিকালে বিচারপতি জেবিএম হাসান ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এসব সিদ্ধান্ত দেন

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রিটকারী আইনজীবী গাজী মো. মহসিন এসব তথ্য জানান। একই সািথে নতুন করে নোটিশ সংযোজিত করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দিয়েছেন আদালত।

মো. মহসিন জানান, ত্রুটিযুক্ত নোটিশের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে আদালত মৌখিকভাবে ভর্ৎসনা করেছে।

আইনজীবী গাজী মো. মহসিন বলেন, অভিযুক্তদের বহিষ্কার ও কারণ দর্শানোর জন্য দেওয়া নোটিশে প্রয়োজনীয় তথ্য না থাকায় এই সুযোগ নিয়ে অভিযুক্তরা আইনজীবীর মাধ্যমে আদালতে বহিষ্কারাদেশ স্থগিতের জন্য আবেদন করেন। আদালত সেই আবেদন নাকচ করে দিয়েছেন এবং ত্রুটিযুক্ত সেই নোটিশ অকার্যকর ঘোষণা করেছেন।

তিনি বলেন, আমি আদালতকে বলেছিলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ত্রুটিযুক্ত প্রক্রিয়া অনুসরণ করছে যেন আইনের ফাঁক দিয়ে অভিযুক্তরা বাঁচতে পারেন। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডেকে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলাম।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করলে আদালত ত্রুটিপূর্ণ সেই নোটিশের পরিবর্তে দ্রুত সময়ের মধ্যে নতুন করে সাপ্লিমেন্টারি নোটিশ দিয়ে কার্যক্রম পরিচালনার আদেশ দিয়েছেন বলে জানান তিনি। 

এর আগে ঘটনায় জড়িত ছাত্রলীগের অন্তরাসহ অভিযুক্ত তিন ছাত্রী শোকজের লিখিত জবাব দিয়েছেন।  অভিযুক্তদের জবাব দেওয়ার শেষ দিন ছিল কাল। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence