স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষতা অর্জনের বিকল্প নেই: বেরোবি উপাচার্য

  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখেই দক্ষ কর্মজ্ঞান সম্পন্ন লোকবল সৃষ্টি করছে সরকার। ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়েছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার পথে আইসিটি ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। 

বুধবার (২৯ মার্চ) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল-২০২৩ এর উদ্বোধন করা হয়। 

উপাচার্য আরও বলেন, মোবাইল গেমস নিয়ে বিশ্ববাজারে কয়েকশ বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে। আইটি খাতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে এখান থেকে বাংলাদেশের আয় করা সম্ভব। প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আয়োজন আইসিটি জ্ঞানসম্পন্ন দক্ষ কর্মীদের খুঁজে বের করতে সহায়তা করবে।

আরও পড়ুন: দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের উপসচিব মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবি প্রক্টর মোঃ গোলাম রব্বানী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence