ইবি ছাত্রলীগের ৫ জনের বিষয়ে সিদ্ধান্ত আজ, বাতিল হতে পারে ছাত্রত্ব

ইবি ছাত্রলীগের ৫ জনের বিষয়ে সিদ্ধান্ত আজ
ইবি ছাত্রলীগের ৫ জনের বিষয়ে সিদ্ধান্ত আজ  © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীর ছাত্রত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ। তাদের সর্বোচ্চ শাস্তি ছাত্রত্ব বাতিলও হতে পারে। 

শনিবার (৪ মার্চ) দুপুর ১২টায় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থাকা না থাকার সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের বহিষ্কারের বিষয়ে আজ শনিবার দুপুর ১২টায় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হাইকোর্টের নির্দেশার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন: ফুলপরীর ঘটনায় কী শিখলো ইবি ও ছাত্রলীগ

ছাত্রলীগের অভিযুক্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরি অন্তরা, ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান।

এর আগে গত এক মার্চ ওই পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করার নির্দেশ দেন হাইকোর্ট। এদিকে অভিযোগের প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে তাদের ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আবাসিক হলের সিট বাতিল করেছে হল প্রশাসন।


সর্বশেষ সংবাদ