৫ টাকার দ্বন্দ্বে ববি ছাত্রকে পেটালেন স্থানীয়রা, সড়ক অবরোধ

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন ববি ছাত্ররা

মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন ববি ছাত্ররা © সংগৃহীত

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের (ববি) এক ছাত্রের ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয়েছে অটোরিকশাচালকের সঙ্গে। ৫ টাকা নিয়ে এ দ্বন্দ্বের জেরে স্থানীয়রা পিটিয়েছেন ও ছাত্রকে। এর প্রতিবাদে মধ্যরাতে নগরীর বাংলাবাজার সড়ক অব‌রোধ করেন শিক্ষার্থীরা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষক ও পু‌লিশের আশ্বাসে সড়ক থে‌কে সরে যান ছাত্ররা।

বিশ্ববিদ্যালয়ের ক‌ম্পিউটার সা‌য়েন্স অ্যান্ড ই‌ঞ্জি‌নিয়া‌রিং বিভা‌গের সপ্তম ব্যাচের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমতলা মোড়ে নেমে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে বাংলাবাজার মসজিদের মোড়ে নামি। এ সময় চালককে ৫ টাকা ভাড়া দিলে ১০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি গালি দিলে আমি থাপ্পড় দেই। এ সময় তিনি আমার কলার ধরেন।

তিনি আরও বলেন, একপর্যায়ে বাংলাবাজার এলাকার আরিফ কিছু না বুঝেই আমাকে মারধর শুরু করেন। প্রথমে আমাকে মারধরের পর ১৫ থেকে ১৬ জনের দল নিয়ে আসেন আরিফ। তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে আসেন। আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করি আমরা।

এ বিষেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. মাহফুজ আলম বলেন, মারধরের শিকার ছাত্রকে থানায় অভিযোগ দিতে বলেছি। হামলাকারী যুবককে শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে স‌রিয়ে দেওয়া হয়েছে।

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের সড়কে অবস্থানের খবর পেয়ে আমরা তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি। হামলাকারীকে আইনের আওতায় আনা হবে। এরপর তারা সড়ক থেকে উঠে গেছেন। যান চলাচল স্বাভাবিক আছে।

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি,  ববির আছে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬