গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয় শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয় শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব   © টিডিসি ফটো

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নিহার সরকার অংকুর, সহ-সভাপতি বায়েজিদ হাসান, সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ানসহ কার্যনির্বাহী ও সহযোগী সদস্যরা ।

আরও পড়ুন: বাকৃবি সড়কের গর্তে মোটরসাইকেল উল্টে ছাত্রের মৃত্যু

ভাষা আন্দোলনে সকলের অবদান স্মরণ করে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সিফাত শাহরিয়ার প্রিয়ান বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকের রক্তের বিনিময়ে মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছিল বাঙালি জাতি। বাংলা ভাষার এই মর্যাদা আমাদের অক্ষুণ্ন রাখতে হবে চিরকাল। আমরা যেন মাতৃভাষায় সমৃদ্ধ হতে পারি। আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ খুব লক্ষ্য করা যাচ্ছে। ভাষা প্রয়োগে সচেতন হব সবাই এই প্রত্যাশা করি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence