সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: তিতুমীর কলেজ অধ্যক্ষ

সংযোগ' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান
সংযোগ' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান  © টিডিসি ফটো

সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিজয়ের পঞ্চাশ উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) বিশেষ ম্যাগাজিন 'সংযোগ' এর মোড়ক উন্মোচন ‘বলবেন আপনারা, শুনবো আমরা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন,  সাংবাদিকতা মহৎ এবং দায়িত্বশীল একটি পেশা। এই পেশায় অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য উপস্থাপন করা এবং যারা অসত্য উপস্থাপন করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, ভুল তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে জনসম্মুখে তুলে আনা। আর সেটিই হচ্ছে প্রকৃত সাংবাদিকতা।’

তিনি আরও বলেন,‘আমি কলেজে যোগদান করার পর থেকেই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক সমিতিকে সংবাদ প্রকাশ করতে দেখেছি। এটা দেখে আমি খুবই মুগ্ধ হয়ছি। সুন্দর একটি আয়োজন করার জন্য তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে অনেক ধন্যবাদ।’

আরও পড়ুন:তিতুমীর কলেজ বাসেই যাওয়া যাবে নরসিংদী, শিডিউলে পরিবর্তন।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাব্বি হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন, সাবেক  উপাধ্যক্ষ প্রফেসর মোসা. আবেদা সুলতানা, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও এশিয়ান টিভির প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, শিক্ষক পরিষদের সম্পাদক মালেক আক্তার চৌধুরী, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল ।

সরকারি তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ মো. আশরাফ হোসেন বলেন, ‘সাংবাদিকরা সমাজের একটি প্রভাবশালী গোষ্ঠী। করোনাকালে জেকেজি কান্ডের সময় সবাই আমাদের ভুল বুঝতে শুরু করে। কলেজের স্টাফদের উপর হামলা করেও উল্টো আমাদের ওপর দায় চাপানো হয়েছিল।

তিনি বলেন, তখন আমি অধ্যক্ষ হিসেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। সে সময় সাংবাদিক সমিতি যেভাবে ত্রাতা হয়ে এসেছিল তা কখনো ভুলবার নয়। আমাদের সাংবাদিক সমিতির এ অবদান কে সবসময়ই স্বরণ করি।’

সভায় উপাধ্যক্ষ মহিউদ্দিন বলেন, ‘সাংবাদিকরা সবসময় সত্য উৎঘাটনে তৎপর থাকে। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা কলেজের ইতিবাচক বিষয়গুলো সবার সামনে তুলে ধরছে এ জন্য আমার পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সাংবাদিক সমিতি সত্য প্রকাশে নির্ভীক হোক এই কামনা করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence