ব্যাংক ম্যানেজমেন্টে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে বিআইবিএম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৩ AM
২০২৩ শিক্ষাবর্ষে ব্যাংক ম্যানেজমেন্টে মাস্টার্স (MBM) করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM) অধীনস্থ ঢাকা স্কুল অফ ব্যাংক ম্যানেজমেন্ট (DSBM) (ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত)। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রোগ্রাম বৈশিষ্ট্য:
• ব্যাংকিংয় এবং ম্যানেজমেন্ট ক্ষেত্র উচ্চ স্বীকৃত পেশাদার স্নাতকোত্তর ডিগ্রি
• প্লেসমেন্টের সুযোগ
আবেদনের যোগ্যতা: যেকোন বিষয়ে কমপক্ষে একটি প্রথম বিভাগ/শ্রেণি (5-পয়েন্ট স্কেলে CGPA 3.75 বা 4-পয়েন্ট স্কেলে 3.0) স্নাতক ডিগ্রী থাকতে হবে। কোনও ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয় (5-পয়েন্ট স্কেলে 2.813 বা তার নীচে CGPA) 4-পয়েন্ট স্কেলে 2.5)।
ভর্তি প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে ওয়েব সাইট (admission.bibm.org.bd) ক্লিক করুন অথবা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা (শুক্র ও শনিবারের জন্য ৩টা থেকে ৯টা) মধ্যে অফিসে যোগাযোগ করুন।
আবেদন ফি: ১,০০০/- টাকা
আবেদন শুরু: ১২ ফেব্রুয়ারি ২০২৩
আবেদন শেষ: ১২ এপ্রিল, ২০২৩
ভর্তি পরীক্ষা: ১৫ এপ্রিল, ২০২৩ (শনিবার)
পরীক্ষার স্থান: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্লট # 4, মেইন রোড # 1, মিরপুর-2, ঢাকা-1216, বাংলাদেশ