নদীতে লাফিয়ে ৪০ হাজার টাকা জরিমানা গুনলেন খুবির ৪ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শিক্ষা সফরে নির্দেশনা অমান্য করে নদীতে লাফ দেয়ার অপরাধে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার শিক্ষার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানা এছাড়াও এসব শিক্ষার্থীদের অভিভাবকসহ মুচলেকা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে পরীক্ষার ফলাফল পরিবর্তনের অভিযোগে আরও দুই শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচীব অধ্যাপক মো. শরীফ হাসান লিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে পরীক্ষার ফলাফল পরিবর্তন করার অপরাধে বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের শিক্ষার্থী অমিত দাসকে ছয় বছরের (২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ হতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ) সনদ স্থগিত রাখার শাস্তি দেয়া হয়েছে। আর এ ফল পরিবর্তনের বিষয়ে অবগত থাকা সত্ত্বেও কর্তৃপক্ষকে না জানানোর অপরাধে একই ডিসিপ্লিনের শিক্ষার্থী মুশরাত জাহান দোলাকে তিরষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করতে চান ববির নাঈমুল

অন্যদিকে সুন্দরবনে শিক্ষাসফর চলাকালীন কোর্স টিচারের নির্দেশ অমান্য করে নদীতে লাফ দেয়ার অপরাধে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের চার শিক্ষার্থীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এসব শিক্ষার্থীদের অবিভাবকের জাতীয় পরিচয়পত্রসহ ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরে অভিভাবকসহ মুচলেকা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গেল বছরের অক্টোবরে এ সফর অনুষ্ঠিত হয়েছিল।

চার শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২০তম ব্যাচের মো. মাসুম বিল্লাহ, উম্মে কুলসুম মুনমুন ও ১৯তম ব্যাচের মো. স্বাধীন হোসেন। তবে নিয়ম অনুযায়ী শাস্তির বিষয়ে একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন এসব শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence