যবিপ্রবির দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

কক্সবাজারে যবিপ্রবির আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
কক্সবাজারে যবিপ্রবির আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  © টিডিসি ফটো

পর্যটন নগরী কক্সবাজারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল (সিএইচই) বিভাগের আয়োজনে ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই-২০২৩) শীর্ষক দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের পাঁচ তারকা বিশিষ্ট হোটেল দ্য কক্স টুডে-তে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইউজিসি অধ্যাপক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যবিপ্রবির উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি।

এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের প্রায় ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেছেন। সম্মেলনে তাঁরা ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর এনার্জি, ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, ন্যানো ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফটোনিকস, ন্যানো-টেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স, বায়ো ম্যাটেরিয়ালস অ্যান্ড মেডিকেল ডিভাইস সহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করবেন। দেশ-বিদেশের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে গবেষণার যোগসূত্র ও মেলবন্ধন তৈরির উদ্দেশ্যে এই পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে।
 
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হাসিনা খান বলেন, এ দেশকে সামনের দিকে নিতে হলে, বিজ্ঞানের প্রসার ও বিকাশের মাধ্যমেই এগিয়ে নিতে হবে। এ জন্য বাংলাদেশ একাডেমিক অব সায়েন্সের কাজও শুরু করেছে। আর এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন বিজ্ঞানের প্রসারে ব্যাপক ভূমিকা রাখে। এ সম্মেলন আয়োজন করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান তিনি।    

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে রাবি শিক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৫

উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট মানুষ ও স্মার্ট টেকনোলজি প্রয়োজন। এজন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। তাহলে আমাদের উন্নয়ন আরও টেকসই হবে। এ ধরনের সম্মেলন যবিপ্রবির সাথে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগসূত্রের একটি দারুন সূচনা হল।

বিশেষ অতিথির বক্তব্যে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, কোভিড আক্রান্ত এ বিশ্বে গবেষণার জন্য তহবিল সংগ্রহ এখন আরও একটি যুদ্ধের মতো। এক্ষেত্রে দেশ-বিদেশের গবেষকদের মধ্যে দক্ষতা বৃদ্ধির জন্য পারস্পারিক সহযোগিতার বিকল্প নেই।  

সম্মেলনে সূচনা বক্তব্য দেন কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান। সম্মেলনে আরও বক্তব্য দেন সম্মেলন কমিটির চেয়ার অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্সবাস। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে `Safety Enhanced Nanomaterials for High Capacity, High Rate Capable Batteries: Applications to Li-ion to Li-Sulfur Batteries and Flow Batteries’ শীর্ষক বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়ং ল্যাক জু।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence