রংপুরে চাটার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর ৫০বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে র্যালি © টিডিসি ফটো
রংপুরে চাটার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর ৫০বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যা্লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ, শাহিনুর রহমান, প্রাইম ব্যাংকের সিএফও রাশেদুল হাসান এফসিএ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম, রহুল আমিন এসিএ বক্তব্য রাখেন।
বক্তারা চার্টার্ড একাউন্ট পেশায় উজ্জ্বল ভবিষ্যত সম্পর্কে তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী, সিএ সদস্য ও সাংবাদিকরা অংশ নেয়।