বাংলার গায়েনের প্রথম রানার্সআপ জবি ছাত্রী শান্তা

শান্তা ইসলাম
শান্তা ইসলাম  © সংগৃহীত

দেশের সবচেয়ে বড় লোকগানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’ এর ফার্স্ট রানার্সআপ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্তা ইসলাম। মঙ্গলবার রাত ৮ টায় আরটিভিতে বাংলার গায়েনের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাঁধন মোদক এবং প্রথম রানার্সআপ হয়েছেন যথাক্রমে শান্তা ইসলাম ও সাথী আক্তার। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন সোহেল ভেরো।

বাংলার গায়েনে প্রথমবার অংশগ্রহণ করেই বাজিমাত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তা। তার সাফল্যে উচ্ছ্বসিত ক্যাম্পাসের শিক্ষক-সহপাঠীরা।

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচে জাতীয় সঙ্গীত গাইলো ইরানি খেলোয়াড়রা

অনুভূতি প্রকাশ করে শান্তা ইসলাম বলেন, আমি এতদূর আসতে পারব কখনো ভাবিনি। যারা সাহস জুগিয়েছেন তাদের সবার নিকট আমি কৃতজ্ঞ। ক্যাম্পাসের সহপাঠী এবং জ্যেষ্ঠদের কাছে আমি সবসময় ঋণী।

উল্লেখ্য, অনলাইনে ‘বাংলার গায়েন সিজন -২’ এ দেশি এবং বিদেশি প্রতিযোগীদের আবেদন জমা পড়ে ২৭ হাজারের বেশি। সেখান থেকে বাছাইকৃত পাঁচ হাজার প্রতিযোগীর মধ্যে ১৫০ জনকে নিয়ে স্টুডিও অডিশন রাউন্ড শুরু হয়। এর ধারাবাহিকতায় ছয়জনকে নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence