রোভার গ্রুপ ডিসপ্লেতে প্রথম আজিজুল হক কলেজ, কুচকাওয়াজে দ্বিতীয়
- কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৩:৪৬ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২, ০৩:৪৬ PM
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলণ, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে কুচকাওয়াজের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এরপর জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় উত্তরজনপদের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপ কলেজ শাখায় ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করেছে। একইসঙ্গে কুচকাওয়াজে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
কলেজ সংশ্লিষ্টরা বলছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও উত্তরজনপদে আলো ছড়াচ্ছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। তারই ধাপাবাহিকতায় জাতীয় দিবস উদযাপন ও তরুণ প্রজন্মকে বাংলা ও বাঙালির গৌড়বগাথা সংগ্রাম ও বিজয়ের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপ ডিসপ্লেতে অংশগ্রহণ করে। যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরা হয়।
বিজয়ের ৫১ বছর উদযাপনের সোনালী সময়ে প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের একসাথে দুইটি শাখায় শ্রেষ্ঠত্ব অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী। গ্রুপ সভাপতি আতিকুল আলম জানান, আগামীতে তরুণ প্রজন্মের মধ্যে দেশের ইতিহাস ও ঐতিহ্য ছড়িয়ে দিতে এমন জাতীয় আয়োজনে অংশগ্রহণ ও সাফল্য অব্যাহত থাকবে।