নিজের পদোন্নতি সভায় নিজেই সভাপতির দায়িত্ব পালন কুবি অধ্যাপকের!

ড. বনানী বিশ্বাস
ড. বনানী বিশ্বাস  © টিডিসি ফটো

নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের পদোন্নতি সংক্রান্ত সভায় নিজেই সভাপতিত্ব করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস। গত ৭ ডিসেম্বর ইংরেজি বিভাগের প্ল্যানিং কমিটির সভায় তিনি সভাপতিত্ব করেন। প্ল্যাানিং কমিটির ওই সভায় ড. বনানী বিশ্বাসের সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি সংক্রান্ত আলোচনা হয়। পদাধিকারবলে তিনি প্ল্যানিং কমিটির সভাপতি।

তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, কমিটির কোনো সদস্যের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা থাকলে তার বিষয়টা আলোচনার সময় তাকে সভা থেকে সরে যেতে হয়। আলোচনা শেষে পুনরায় সভায় যোগ দিতে পারেন।

নিজের পদোন্নতি সংক্রান্ত সভায় নিজেই সভাপতি হতে পারেন কি না এ বিষয়ে জানতে চাইলে বিভাগটির সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, ‘এটা নিয়মের মধ্যেই হয়েছে। আমি না থাকলে প্ল্যানিংটা দেখবে কে? তবে আমি (নিজের পদোন্নতির) আলোচনায় অংশগ্রহণ করিনি।’

তবে আলোচনায় অংশগ্রহণ না করলে মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখানে বসবো নাকি ওইখানে বসবো এটা আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপের বিষয়।’

আরও পড়ুন: কুবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বাজার করানোর অভিযোগ

এ বিষয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘‘আমি তো আর কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তবে যদি উপাচার্য কোনো মিটিং ডাকে তাহলে সেখানে আমি কথা বলতে পারব।’’

এটিই প্রথম নয়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের একাধিক অভিযোগ রয়েছে। গত ২৪ আগস্ট শিক্ষার্থীদের হেনস্তা করাসহ বিভিন্ন অভিযোগ এনে উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। অভিযোগে শিক্ষার্থীরা বলেছেন, বিভাগীয় প্রধান তাদের সঙ্গে বিভিন্ন সময় দুর্ব্যবহার করেন। কোনো বিষয়ে তার কক্ষে দেখা করতে গেলে বিরূপ আচরণ করেন। প্রায় সময়ই ‘হু আর ইউ’ বলে শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দেন।


সর্বশেষ সংবাদ