পথশিশুদের মাঝে খাবার বিতরণে হাবিপ্রবির 'প্রচেষ্টা'

২৯ অক্টোবর ২০২২, ০১:১২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে শিক্ষার্থীদের সামাজিক সংগঠন 'প্রচেষ্টা'

সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে শিক্ষার্থীদের সামাজিক সংগঠন 'প্রচেষ্টা' © টিডিসি ফটো

দিনাজপুর রেলওয়ে স্টেশনে  সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সামাজিক সংগঠন 'প্রচেষ্টা'।

শনিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় দিনাজপুর রেলওয়ে স্টেশনে পথশিশুদের নিয়ে এ আয়োজন করে প্রচেষ্টা পরিবারের সদস্যরা।

প্রায় অর্ধশতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনায় এবং এর পাশাপাশি মানুষের কল্যাণের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থীদের এই সংগঠন। 

সংগঠনটির সভাপতি-সহ সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল হক ও মো. নাজমুল হক ও ধনঞ্জয় মালী বলেন, আমরা তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়াদের এগিয়ে নেয়ার মাধ্যমে বেকারত্ব দূর করতে চাই। এ নিয়ে আমরা একটি প্রকল্প প্রস্তাবনাও প্রস্তুত করেছি। 

আরও পড়ুন: ছোটবেলা থেকেই আমার রোল মডেল ছিলেন বঙ্গবন্ধু: দিপু মনি

তারা আরো বলেন, তাদের সামনের প্রজেক্ট হচ্ছে শীতবস্ত্র বিতরন কিন্তু তাদের সংগঠন প্রচেষ্টার আয়ের অন্যতম উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত স্টুডেন্টদের টিউশন এর বেতন যা দিয়ে প্রজেক্ট ভালভাবে রান করা সম্ভব না। এজন্য সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহয়তা পেলে প্রস্তাবনাটি এগিয়ে নেয়া সম্ভব বলেও জানান তারা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬