জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল পরীক্ষা স্থগিত
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০১:১৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের ২৫ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২৫ অক্টোবর (মঙ্গলবার) তারিখের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হল।
আরও পড়ুন: সারা দেশে নৌ চলাচল বন্ধের নির্দেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশোধিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাং আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
