স্বাস্থবীমার চেক প্রদান © টিডিসি ফটো
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাস্থ্য ও জীবনবীমার প্রকল্পের আওতায় দুই শিক্ষার্থীকে স্বাস্থ বীমার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাসির আহমেদকে চেক’র মাধ্যমে পনেরো হাজার টাকা এবং কৃষি অনুষদের শিক্ষার্থী মোছাঃ কাশ্মীরী জান্নাতকে চেক’র মাধ্যমে দশ হাজার টাকা প্রদান করা হয়।
স্বাস্থ্য বীমা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।
আরও পড়ুন: ইবি ছাত্রীকে ছাত্রলীগের হেনস্তা, প্রতিবাদে বিক্ষোভ
স্বাস্থ্য বীমা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখেই এই স্বাস্থ্য বীমা চালু করা হয়েছে। আশা করছি এই বীমার আওতাভুক্ত শিক্ষার্থীরা অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার মিটাতে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের মাধ্যমে আবেদন দাখিল করে বীমা সুবিধা গ্রহণ করবে।
উল্লেখ্য,২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে।