২২ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলল খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়েরর মধ্যে ২২টিকে পেছনে ফেলেছে খুলনা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে খুলনা বিশ্ববিদ্যালয় ২২ ধাপ এগিয়েছে। এখন ১২তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, ইউজিসির এপিএ মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ৭৮.২৮ পেয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের গত বছরের অবস্থান ছিল ৩৪তম।

আরো পড়ুন: রাজধানীর যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন বেলায়েত

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন যোগদানের পর এপিএ’র প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে মানের আরও উন্নতি হবে।

আরো পড়ুন: দিনে চার ঘণ্টা কাজ, এতেই মাসে দুই লাখ আয় তৃষ্ণার

তিনি বলেন, আগের বছরের তুলনায় যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, এটি অবশ্যই একটি সুখবর। উপাচার্যের নিরলস প্রচেষ্টায় সাফল্য এসেছে। আগামীতে এর থেকেও ভালো অবস্থানে থাকবো আমরা।


সর্বশেষ সংবাদ