নতুন ক্যাম্পাস ইস্যুতে ১০ দাবি নিয়ে আন্দোলনে নামছে জবি শিক্ষার্থীরা
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৮ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবি নিয়ে রোববার মাঠে নামছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই আন্দোলনের ঘোষণা দেয়া হয়।
আগামীকাল রোববার বেলা ১২টায় জবির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে আন্দলনে যুক্ত হওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীদের ১০ দফা দাবিগুলো হলোঃ-
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের কাজ প্রধানমন্ত্রীর অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত করা।
২. প্রয়োজনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরবর্তী নির্মাণ কাজ শেষ করা।
৩. ক্যাম্পাসের কাজে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান শাহিনের গ্রেফতার করতে হবে।
৪. দ্বিতীয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অবিলম্বে পুলিশের থানা বাস্তবায়ন।
৫. শিক্ষার্থীদের আবাসিক হলগুলো আগে সম্পন্ন করতে হবে।
৬. লেক নির্মাণের টেন্ডারে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তার সুষ্ঠু তদন্ত করতে হবে।
৭. জরিপের মাধ্যমে পূর্ণাঙ্গ ২০০ একর জমি নিশ্চিত করা।
৮. প্রকল্পে ছাত্র প্রতিনিধি যুক্ত করা বা শিক্ষার্থীদের কাছে প্রকল্পের সকল তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৯. দ্রুত পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে।
১০. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান নতুন ক্যাম্পাস তথা ২য় ক্যাম্পাসে করার ব্যবস্থা করতে হবে।