সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো
জুনিয়র কনস্যালটেন্ট (এ্যানেসথেশিওলজি) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২২ আগস্ট) এই ফল প্রকাশ করে প্রার্থীদের নিয়োগের সুপারিশ করে সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
রোববার সন্ধ্যায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র কনস্যালটেন্ট পদে নিয়োগের জন্য সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে নিম্নোক্ত রেজিষ্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মেধাক্রম অনুসারে কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ প্রদান করা হলো।