৪৬তম বিসিএস: মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা পিএসসির

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © সংগৃহীত

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনাসমূহ দেখুন এখানে

এর আগে, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়।  এতে মৌখিক পরীক্ষার জন্য ৪ হাজার ৪২ প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। এদিকে গত ২ ডিসেম্বর আরেকটি বিজ্ঞপ্তিতে আরও ৮ প্রার্থীকে নতুন করে লিখিত পরীক্ষায় নতুন করে উত্তীর্ণ ঘোষণা করে পিএসসি। অন্যদিকে, নিয়ম ভেঙে অবৈধ উপায়ে পরীক্ষায় অংশ নেওয়ায় ২ জন প্রার্থীর ফলাফল বাতিল করেছে কমিশন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর প্রকাশিত ফলাফলে কারিগরি ত্রুটির কারণে ৮ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি নজরে আসার পর যাচাই-বাছাই শেষে তাদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। নতুন করে ৮ জন যুক্ত হওয়ায় এই বিসিএসে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫০ জনে। বাদ পড়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হলো– ১১০৪৭৩৭৫, ১১০৫৭৫৩০, ১১১৬০২৯২, ১৪০২৪৭৫৬, ১৫০০৩৭৬৫, ১৮০০৩৫৮৪, ১৮০০৭৩৯১ ও ১৮০১০২৮২।

অন্যদিকে, বাংলা প্রথমপত্রের পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত না থেকেও অবৈধভাবে পরীক্ষায় অংশ নেওয়ায় ২ জন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর- ১১০০২৫২৭ ও ১২০০০১৫১) পরীক্ষা ও ফলাফল বাতিল করা হয়েছে। কমিশনের বিধান লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!