৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © সংগৃহীত

৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর জন্য নির্ধারিত BPSC Form-3 নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে বাংলায় পূরণ করে জমা দিয়ে পূরণকৃত BPSC Form-3 ডাউনলোড করতে হবে। পরবর্তীতে এর দুই (০২) কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

নির্দেশনাসমূহ: 

১. ৪৬তম বিসিএস এর User ID/Password দিয়ে Login করতে হবে।

২ . প্রার্থীর ব্যবহৃত কম্পিউটারে flash player, Unicode Updated Browser ইত্যাদি সফটওয়্যার হালনাগাদ থাকা ভালো।

৩. Login করার পর প্রার্থী তার form এর page এ স্বয়ংক্রিয়ভাবে বাংলা টাইপ করতে পারবেন।

8. Desktop এ রাখা অন্য page থেকে কপি করেও মূল page এ insert করা যাবে।

৫. বাংলায় টাইপ করতে Unicode keyboard layout Homepage থেকেও দেখে নেয়া যেতে পারে।

৬. BPSC Form-3 পূরণ করে Submit করার পূর্বে পূরণকৃত তথ্য ঠিক কিনা প্রার্থী তা অবশ্যই দেখে নিবেন।

৭. উপরে বর্ণিত Teletalk Bangladesh Limited অথবা কমিশনের ওয়েবসাইট Open করলে Personal Information in Bangla নামে একটি field দৃশ্যমান হবে। উক্ত field এ প্রার্থী তার User ID এবং Password পূরণ করার পর Freedom Fighter Status এ নিম্নোক্ত ০৪টি Option দৃশ্যমান হবে:

Children of Freedom Fighter

Children of Martyred Freedom Fighter

Children of Birangana (War Heroine) 

Non Freedom Fighter

৮. Children of Freedom Fighter/ Children of Martyred Freedom Fighter/ Children of Birangana (War Heroine) / Non Freedom Fighter Status এ প্রার্থীর জন্য প্রযোজ্য Optionটির ওপর Click করলে প্রযোজ্য BPSC Form-3 দৃশ্যমান হবে।

৯. প্রার্থীর জন্য দৃশ্যমান নির্ধারিত BPSC Form-3 এর field সমূহ বাংলায় পূরণ করতে হবে।

১০. BPSC Form-3 এর সকল field পূরণ সম্পন্ন হলে Submit Button এ Click করলে Form-3 পূরণ সম্পন্ন হবে। পূরণকৃত BPSC Form-3টি দৃশ্যমান হবে।

১১. Submitted BPSC Form-3 সংশোধন (Edit) করতে চাইলে USER ID & PASSWORD দিয়ে Edit option এ ক্লিক করে BPSC Form-3 পুনরায় Edit করা যাবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!