৪৯তম বিসিএস পরীক্ষায় ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০২:০৪ PM
৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন এসেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষায় ‘আবশ্যিক’ অংশে এমন প্রশ্ন দেখা যায়।
সেট ২ এর ৭৪ নম্বরে ‘আয়নাঘর কী?’ প্রশ্ন করা হয়। ৪টি অপশনের প্রথমে রয়েছে ‘স্বচ্ছ কামরা’, তারপর ‘পরিবেশ বান্ধব কৃষিকাজ’। তিন নম্বর অপশনে রয়েছে ‘গোপন কারাগার’ শব্দটি। শেষের অপশন ছিল ‘একটি হলিউড মুভি’।
এ প্রশ্নটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুই ধরনের মতামত তৈরি হয়। কেউ বলেন, আয়নাঘর মানে ফ্যাসিস্ট আমলের সেই গোপন কারাগারকেই বুঝানো হয়েছে। আবার আরেক পক্ষ বলেন আয়নাঘর মানে ‘স্বচ্ছ কামরা’ হবে।
প্রশ্নে এছাড়া জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন আসে। বাংলাদেশের জাতীয় দিবস নিয়েও প্রশ্ন করতে দেখা যায়।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৯তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। ৪৯তম বিসিএসের (বিশেষ) ৬৮৩টি পদের জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। প্রতিটি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৫৬ জনের বেশি।