৪৫তম বিসিএস ভাইভার আগে ক্যাডার পছন্দক্রম পরিবর্তন করার সুযোগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন  © সংগৃহীত

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার পূর্বে ক্যাডার পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন প্রার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই)  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আরফীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ জুলাই অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার প্রার্থীদেরকে জানানো যাচ্ছে যে, মৌখিক পরীক্ষার বোর্ডে একটি ‘ক্যাডার পছন্দক্রম পরিবর্তন ফর্ম’ পূরণ করে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার দিন পরীক্ষা শুরুর পূর্বে প্রত্যেক প্রার্থীকে ওই ফর্ম সরবরাহ করা হবে এবং প্রার্থীগণ তাৎক্ষণিকভাবে ফর্মটি পূরণ করে সাক্ষাৎকার বোর্ডে জমা প্রদান করতে হবে। 

এতে আরও বলা হয়, প্রার্থী আবেদনের সময় যে পছন্দক্রম দিয়েছিলেন তা বহাল রাখতে পারবেন কিংবা চাইলে পরিবর্তন করতে পারবেন।  


সর্বশেষ সংবাদ