পদসংখ্যা বৃদ্ধির দাবি: ফল প্রকাশের আগেই যমুনা অভিমুখে যাত্রা ৪৪তম বিসিএস প্রার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল আজ সোমবার বিকেলে প্রকাশিত হতে পারে। চূড়ান্ত ফল প্রকাশের আগে প্রায় ৪০০টি অতিরিক্ত ক্যাডার পদ যুক্ত করার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে উপদেষ্টা পরিষদ সেই প্রস্তাব অনুমোদন না করে তা নাকচ করে দেয়।
এ দিকে ৪৪তম বিসিএসে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে রমনা পার্কের ভেতর দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেন বিসিএস প্রার্থীরা। সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে রমনা পার্কের ‘অরুণোদয়’ গেট দিয়ে বের হয়ে যমুনার সামনের রাস্তা অবরোধের চেষ্টা করেন তারা। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
প্রার্থীরা বলেন, আজ ৪৪তম বিসিএসের ফলাফল দেওয়ার কথা। সরকারের বিভিন্ন দপ্তরে সাড়ে তিন লক্ষাধিক শূন্যপদ আছে। এ পদগুলোতে জনবল নিয়োগের অভাবে জনগণ ঠিকমতো সেবা পাচ্ছে না। সেবা পাওয়ার জন্য বারবার জনগণকে দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে। পুলিশ-প্রশাসনে জনবলের অভাবে আইনশৃঙ্খলা রক্ষা করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এর জন্য অর্থনীতি বহুমুখীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতীতের প্রায় সকল বিসিএসের ফলাফলের আগে কিছু পদ বাড়ানো হয়েছে। কিন্তু এবার সব কিছু রেডি হওয়ার পরেও অজানা কারণে বাস্তবায়ন হচ্ছে না।
তারা আরও বলেন, আমরা বারবার চেষ্টা করেও সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। তাই বাধ্য হয়ে আমরা যমুনার সামনে আসার চেষ্টা করেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এ ভাবে আন্দোলন করা কোনোভাবেই ঠিক হয়নি। তারা ১৪৪ ধারা ভেঙেছে। তাদের সরিয়ে দেওয়া হয়েছে।