৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে

পিএসসি
পিএসসি  © ফাইল ফটো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। আজ বুধবার (১৮ জুন) রাতে এই ফল প্রকাশ করেছে সরকারী কর্ম কমশিন (পিএসসি)।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।


সর্বশেষ সংবাদ