কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘উপসহকারী কর্মকর্তা’ পদের পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন উপসহকারী পদের বাছাই (MCQ) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ জুলাই (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলওয়াজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী উদ্যান কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী প্রশিক্ষক এবং উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা’ পদে নিয়োগের উদ্দেশ্যে এই বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে। এক ঘণ্টাব্যাপী এই MCQ পরীক্ষা ১১ জুলাই, শুক্রবার, দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ যথাসময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সকল প্রার্থীকে সময়মতো ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছে পিএসসি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!