বিশেষ বিসিএসের নম্বর বন্টন দেখুন এখানে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ১২ জুন ২০২৫, ১১:১৩ AM

বিশেষ বিসিএস আয়োজনের জন্য ‘বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২৭ মে) রাতে এ সম্পর্কিত গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, ৪৮তম বিসিএস হবে বিশেষ বিসিএস। এই বিসিএস আয়োজনের জন্যই বিধিমালা সংশোধনের করা হয়েছে।
পরীক্ষার ধরন ও পরীক্ষার নম্বরের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এটি চিকিৎসক বা শিক্ষা যেকোনো নির্দিষ্ট ক্যাডারের জন্য আয়োজন করা হলেও প্রশ্নপত্রের কাঠামো একই রকম থাকবে।চিকিৎসকদের জন্য এই পরীক্ষায় ১০০ নম্বর থাকবে মেডিকেল সায়েন্স বিষয়ে, আর বাকি ১০০ নম্বর থাকবে সাধারণ বিষয়ে।
একইভাবে, যদি শিক্ষা ক্যাডারের জন্য নিয়োগ দেওয়া হয়, তাহলে প্রার্থী যে বিষয়ে পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ে আরও ১০০ নম্বর বরাদ্দ থাকবে।
সাধারণ বিষয়ের ১০০ নম্বর বণ্টন হবে এভাবে: বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গাণিতিক যুক্তি ১০ এবং মানসিক দক্ষতা ১০ নম্বর।
এর আগে সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। পরে সাধারণ বিসিএসের সঙ্গে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার জন্য আলাদা বিসিএস নেওয়া হয়নি। বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।