প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতে বিধি সংশোধন করছে পিএসসি

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে নিরাপত্তা নিশ্চিতে বিধি সংশোধনের কাজ করছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এজন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে সাংবিধানিক সংস্থাটি। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কমিশনে একাধিক সভা হয়েছে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রশ্নপত্রের নিরাপত্তাসহ বিদ্যমান আইন সংশোধনের বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। তবে বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এজন্য আমাদের আরও সভা করতে হবে।’

পিএসসি সূত্র জানিয়েছে, বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে পরীক্ষার হলে নিয়ে যাওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে একটি পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন, সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ নানা বিষয় সংশোধন করতে কাজ করছে পিএসসি।

ওই সূত্র আরও জানায়, কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নানা কার্য সম্পাদনের জন্য অর্থ দরকার। এই অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য জাইকার সঙ্গে নিয়মিত আলোচনা করছে কমিশন। আর্থিক অনুদানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্রুত প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতে একটি রোডম্যাপ তৈরি করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতে বিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আমরা কাজ করছি। আজ (মঙ্গলবার) জাইকার একটি প্রতিনিধি দলের সঙ্গে পিএসসি চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য আলোচনা করেছেন। আর্থিক বিষয়টি নিশ্চিত হওয়া গেলে দ্রুত বিধি সংশোধনের কার্যক্রম শেষ করা যাবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘শুধু প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতেই বিধি সংশোধন করা হবে বিষয়টি তেমন নয়; বিধি সংশোধনের মধ্যে অফিস ম্যানেজমেন্ট, ভল্ট (প্রশ্নের পান্ডুলিপি রাখার জায়গা) ম্যানেজমেন্টসহ নানা বিষয়ের বিধি সংশোধন করা হবে।’ 

গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় জামায়াত আমিরে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে শুরু তারেক রহমানের নির্বাচনী প…
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage