রেলওয়ের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহে

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)  © ফাইল ফটো

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আয়োজন করা হতে পারে। ইতোমধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

রবিবার পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মার্চের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে রেলওয়ে নিয়োগের এমসিকিউ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এ জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন।’

আরও পড়ুন: প্রশ্নফাঁসের অভিযোগে রেলওয়ের সেই নিয়োগ পরীক্ষা বাতিল করল পিএসসি

এর আগে গত ২ ডিসেম্বর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিল করে পিএসসি। ওইদিন এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই তারিখে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো।’

গত ৫ জুলাই রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার পর ৭ জুলাই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে পিএসসির অধীন অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়। 

এরপর থেকে পিএসসির অধীন নিয়োগ পরীক্ষায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গত ২৭ নভেম্বর দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব অভিযোগের প্রেক্ষিতে রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করে পিএসসি।


সর্বশেষ সংবাদ